জীবনের সব কিছু করবো আল্লাহর জন্য করবো কারণ
আল্লাহ আমার রব, এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই
পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব
আল্লাহ আমার রব, এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই
যার হয়েছো তুমি তার নেই যে পরাভব
আল্লাহ আমার রব, এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব
Comments
Post a Comment