ভাল কথা বলা ও ক্ষমা প্রদর্শন করা সদকা
۞ قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى ۗ وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ
(আল বাকারা - ২৬৩)
নম্র কথা বলে দেয়া এবং ক্ষমা প্রদর্শন করা ঐ দান খয়রাত অপেক্ষা উত্তম, যার পরে কষ্ট দেয়া হয়। আল্লাহ তা’আলা সম্পদশালী, সহিঞ্চু।
مَّعْرُوفٌ-- ভাল
يَتْبَعُهَا-- যার পেছনে আসে,
যার পরে দেয়া হয়।
أَذًى-- কষ্ট
নম্র কন্ঠে কথা সকলেরই প্রিয় আল্লাহ তার বার্তাবাহক নবী রাসুলদের কে নম্র বাসায় কথা বলার আদব শিখিয়েছেন ৷ হযরত মুসাও হারুন আলাই সাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ বলেন
اذْهَبَا إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ
(ত্বোয়াহ - ৪৩)
তোমরা উভয়ে ফেরআউনের কাছে যাও সে খুব উদ্ধত হয়ে গেছে।
فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ
(ত্বোয়াহ - ৪৪)
অতঃপর তোমরা তাকে নম্র কথা বল, হয়তো সে চিন্তা-ভাবনা করবে অথবা ভীত হবে।
لَّيِّنًا--নম্র ভাবে,,
يَتَذَكَّرُ-- উপদেশ গ্রহন করবে
يَخْشَىٰ-ভয় করবে,
لَّعَلَّهُ--হয়তো সে
Comments
Post a Comment