হে মু’মিনগণ! তোমরা এমন কথা কেন বল যা নিজেরা করো না?،৬১: আস-সফ,:আয়াত: ২,
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ
তাফহীমুল কুরআন:
হে মু’মিনগণ! তোমরা এমন কথা কেন বল যা নিজেরা করো না?
ফী যিলালিল কুরআন:
হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা এমন সব কথা বলে কেন যা তােমরা (নিজেরা) করো না।
৬১: আস-সফ,:আয়াত: ৩,
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ
তাফহীমুল কুরআন:
আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে, তোমরা এমন কথা বলো যা করো না।
ফী যিলালিল কুরআন:
আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে, তােমরা এমন সব কথা বলে বেড়াবে যা তােমরা করবে না!
Comments
Post a Comment