বিপদ আল্লাহ যখন দুর করে দেন একদল স্বীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে। নাহল 16-54

ثُمَّ إِذَا كَشَفَ الضُّرَّ عَنكُمْ إِذَا فَرِيقٌ مِّنكُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ

শব্দার্থ: ثُمَّ = এরপর, إِذَا = যখন , كَشَفَ = দূরকরেদেন, الضُّرَّ = দুঃখ-দৈন্য, عَنْكُمْ = থেকে তোমাদের , إِذَا = তখন , فَرِيقٌ = একদল, مِنْكُمْ = তোমাদের মধ্য হতে , بِرَبِّهِمْ = সাথে তাদের রবের , يُشْرِكُونَ = (অন্যদেরকে) শরীককরে,


অর্থ- এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দুরীভূত করে দেন, তখনই তোমাদের একদল স্বীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে।



৩০: আর-রূম,:আয়াত: ৩৩,


وَ اِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِیْبِیْنَ اِلَیْهِ ثُمَّ اِذَاۤ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَۙ


লোকদের অবস্থা হচ্ছে এই যে, যখন তারা কোন কষ্ট পায় তখন নিজেদের রবের দিকে ফিরে তাকে ডাকতে থাকে তারপর যখন তিনি নিজের দয়ার কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করান তখন সহসা তাদের মধ্য থেকে কিছু লোক শিরকে লিপ্ত হয়ে যায়,


Comments

Popular posts from this blog