হে মানুষ! যে কল্যাণই তুমি লাভ করে থাকো তা আল্লাহর দান এবং যে বিপদ তোমার ওপর এসে পড়ে তা তোমার নিজের উপার্জন ও কাজের বদৌলতেই আসে।নিসা- 4:79

مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ١٘ وَ مَاۤ اَصَابَكَ مِنْ سَیِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ١ؕ 

আল্লাহ কখনো মানুষের ওপর জুলুম করেন না বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। ইউনুস : ৪৪)

اِنَّ اللهَ لاَيَظْلِمُ النَّاسَ شَيْئاً وَّلَكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ

* যদিও আল্লাহ তাআলা মানুষের তকদির নির্ধারণ করেছেন, ঈমান আনার ব্যাপারে মানুষ স্বাধীন, কাহাফ:২৯

وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ ۖ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ ۚ

* ইমান আনার ব্যাপারে কোনো জোরজবরদস্তি করা যাবেনা, ইউনুস:৯৯

وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا ۚ أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّىٰ يَكُونُوا مُؤْمِنِينَ

* ভাল মন্দ পথ গ্রহনে মানুষ স্বাধীন,শুধুমাত্র বুদ্ধি ও চিন্তার শক্তিদান করে তাকে নিজের পথ নিজে খুঁজে নেবার জন্য ছেড়ে দেইনি। বরং তাকে পথ দেখিয়ে দিয়েছি। তার সামনে ভালো ও মন্দ এই দুইটার মধ্যে থেকে নিজ দায়িত্বে যে পথটি ইচ্ছা সে গ্রহণ করতে পারে

৯০: আল-বালাদ:৭

اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌؕ

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِۙ

وَ لِسَانًا وَّ شَفَتَیْنِۙ

وَ هَدَیْنٰهُ النَّجْدَیْنِۚ

* সূরা দাহরেও একই কথা বলা হয়েছে,সিদ্ধ বা নিষিদ্ধ উভয় ধরনের কাজ করার ব্যাপারে মানুষ স্বাধীন،৭৬: আদ-দাহর:৩,২৯

اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ اِمَّا شَاكِرًا وَّ اِمَّا كَفُوْرًا

اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِیْلًا

Comments

Popular posts from this blog