* বনি ইসরাইল গোত্রের এক আবেদ লোকজন যে গাছের পুজা করে তা কাটতে রায়,(ফাযায়েলে আমল,ফাযায়েলে জিকির-৫০)
ইমাম গাজ্জালী (রহঃ) তার প্রসিদ্ধ গ্রন্থ এহইয়াউল উলুমে লিখেছেন যে, বনী ইসরাঈলে একজন আবেদ ছিলেন। তিনি দিনরাত সব সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। একদিন একদল লোক এসে তাকে বলল, হযরত আমাদের এখানে একদল লোক আছে, তারা একটি গাছের পূজা করে। এ কথা শুনে তিনি রাগান্বিত হয়ে একাটি কুড়াল কাঁধে করে গাছটি কাটার জন্য রওনা হলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর শয়তান এক বৃদ্ধের আকৃতিতে তার সামনে এসে দাঁড়ায়। শয়তান আবেদকে জিজ্ঞাসা করল, আপনি কাঁধে কুড়াল নিয়ে কোথায় যাচ্ছেন? আবেদ বললেন, অমুক বৃক্ষটি কাটার জন্য যাচ্ছি। শয়তান বলল, আরে আপনি একজন আবেদ মানুষ এ গাছের সঙ্গে আপনার সম্পর্ক কি? কুড়াল মেরে গাছ কাটা কি আপনার জন্য শোভা পায়? একটি অনর্থক কাজের জন্য আপনি ইবাদতের মত গুরুত্বপূর্ণ কাজ ফেলে এলেন! যান, আপনি গিয়ে ইবাদত করতে থাকুন।
জবাবে আবেদ বললেন, পথ ছাড়ুন গাছ আমি কাটবই। এ সময়ের জন্য এটাও ইবাদতের শামিল। কিন্তু শয়তান বেটাও ছাড়বার পাত্র নয় বলল, না আমি আপনাকে গাছ কাটতে দিব না। এই বলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আবেদ শয়তানের বুকের উপর চেপে বসেন। অবস্থা বেগতিক দেখে শয়তান অনুনয় বিনয় করে বলল, আজকের মত আমাকে ছেড়ে দিন। আর আমার একটি কথা আছে। অনুমতি দিলে বলি। আবেদ শয়তানকে ছেড়ে দিলেন। শয়তান বলল এ গাছ কাটা আল্লাহ তা'আলা আপনার জন্য ফরজ করেননি। তাছাড়া এতে আপনার কোন ক্ষতিও তো হচ্ছে না। আপনি তো আর তার পূজা করছেন না। আল্লাহর অনেক নবী আছে। ইচ্ছে করলে তাদের কারো দ্বারাই তিনি গাছটি কাটাতে পারতেন। জবাবে বললেন, না আমি তোমার কোন কথাই শুনব না, গাছ আমি কাটবই। ফলে আবার তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এবারও আবেদ শয়তানকে হারিয়ে তার বুকের উপর চেপে বসেন।
পরাজয় দেখে শয়তান বলল, আচ্ছা এসব না করে আসুন, আমরা এমন একটি মীমাংসা করে নেই যাতে আপনি যথেষ্ট লাভবান হবেন। একথা শুনে আবেদ শয়তানকে ছেড়ে দিয়ে বললেন, বল কিভাবে হবে সে মীমাংসা? শয়তান বলল, আপনি নেহায়েত গরীব মানুষ বলতে গেলে দুনিয়ার জন্যে আপনি একটি বোঝা। গাছ কাটার পরিকল্পনা যদি ত্যাগ করতে পারেন তাহলে প্রতিদিন আপনাকে আমি তিনটি করে স্বর্ণমুদ্রা দান করব। প্রত্যহ আপনার মাথার কাছে আমি তা রেখে আসব। এতে আপনি নিজেও উপকৃত হবেন এবং আপনার আত্মীয় স্বজন, গরীব মিসকীনদেরও উপকার করতে পারবেন। এতে আপনি প্রচুর সওয়াবের অধিকারী হবেন। পক্ষান্তরে গাছটি কাটলে একটি মাত্র সওয়াব পাবেন। তাছাড়া তাতে কাজের কাজ কিছুই হবে না। আপনি একটি গাছ কেটে আসবেন আর তারা আরেকটি লাগিয়ে নেবে। এবার আবেদ শয়তানের কাছে ধরা খেয়ে গেল। শয়তানের মীমাংসা প্রস্তাবে তিনি রাজী হয়ে গেলেন। গাছ কাটার পরিকল্পনা বাদ দিয়ে বাড়ি ফিরে গেলেন।
তারপর দুদিন পর্যন্ত ওয়াদা মোতাবেক তিনি তিনটি করে স্বর্ণমুদ্রা পলেন। কিন্তু তৃতীয় দিন আর পেলেন না। এতে আবেদ খুব চটে গেলেন এবং কুড়াল নিয়ে আবার রওয়ানা হলেন। এবারও পথে সেই বৃদ্ধের সঙ্গে দেখা। আবেদকে দেখে শযতান অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করল। কী ব্যাপার আপনি কুড়াল নিয়ে কোথায় রওয়ানা হলেন? আবেদ বললেন, আমি গাছ কাটতে যাচ্ছি, তোর কোন বাধা আমি মানবো না, গাছ আমি কাটবই। শয়তান বলল, না আপনি গাছ কিছুতেই কাটতে পারবেন না। আমি আপনাকে গাছ কাটতে দেব না। এই বলে দুজনের মধ্যে প্রথম শুরু হয় বাদানুবাদ তারপরে ধস্তাধস্তি। অবশেষে শয়তানের জয় হয়। আবেদের বুকের উপর চরে বসে সে। পরাজয় দেখে আবেদ হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তুমি এইবার জয়লাভ করলে কিভাবে? শয়তান বলল, বুঝলেন না, আগেরবার আপনার ক্রোধ ছিল খালেস আল্লাহর জন্যে। তাই আল্লাহ তা'আলা আমাকে পরাজিত করে আপনাকে বিজয় দান করেছিলেন। আর এবারের ক্রোধে আপনার পার্থিব স্বার্থের দখল ছিল। তাই আপনি পরাজিত হলেন।
Comments
Post a Comment