আমার নবী নিজের থেকে যদি বানাইয়া কোনো কথা বলতেন পরিনাম এমনটি হতো
৬৯: আল-হাক্বাহ্:আয়াত: ৪৪
وَ لَوْ تَقَوَّلَ عَلَیْنَا بَعْضَ الْاَقَاوِیْلِۙ
যদি এ নবী নিজে কোন কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিতো
৬৯: আল-হাক্বাহ্:আয়াত: ৪৫
لَاَخَذْنَا مِنْهُ بِالْیَمِیْنِۙ
তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম
৬৯: আল-হাক্বাহ্:আয়াত: ৪৬
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِیْنَ٘ۖ
এবং ঘাড়ের রগ কেটে দিতাম।
সুতরাং নবীর কথাই আল্লাহর কথা
Comments
Post a Comment