হাদিছে এসেছে, যাও, তুমি এর সঙ্গে জান্নাতে চলে যাও

শিক্ষামূলক গল্প 


 জান্নাতের এক ব্যক্তি কেয়ামতের দিন একটি মাত্র নেকীর অভাবে পড়বে। আল্লাহ তায়ালা বলবেন, একটি নেকী নিয়ে আস। বেহেশত দেব। যদি একটি নেকী আনতে না পার তাহলে জাহান্নামের জন্য প্রস্তুত হও। সে তখন অস্থির হয়ে যাবে। ছোটে যাবে মায়ের  কাছে। মা না করে দেবে। বাবার কাছে ছুটে যাবে। বাবা দিতে অস্বীকার করবে। মামা চাচা সন্তান স্ত্রী একে একে সকলের কাছেই যাবে; কিন্তু কেউই একটি নেকী দিতে রাজি হবে না। সে অস্থির হয়ে পাগলের মত ঘুরে বেড়াবে। এমন সময় এক ব্যক্তির সাথে সাক্ষাত হবে। সে বলবে, তুমি এত পেরেশান কেন? বলবে, আমি মারা গেছি! একটি মাত্র নেকীর অভাবে আমি ধ্বংস হয়ে গেছি।


আমার একটি মাত্র নেকী প্রয়োজন । কোথাও পাচ্ছি না। বলবে, ভাগ্য ভাল তোমার। তোমার কাজ হয়েছে। সে বলবে, কিভাবে? বলবে, আমার কাছে একটি মাত্রই নেকি আছে। এ দিয়ে আমি কি করব? আমার জন্য তো দোযখই অপেক্ষা করছে। এ একটি নেকী ছাড়া আমার আর কিছুই নেই। সুতরাং এটা তুমি নিয়ে নাও। সে খুশি মনে ফিরে এসে বলবে, হে আল্লাহ! আমার কাজ উদ্ধার হয়েছে। আল্লাহ বলবেন—কিভাবে হল? বলবে, এক ব্যক্তি ওয়াদা করেছে—সে তাঁর একটি নেকী আমাকে দিয়ে দিবে। আল্লাহ পাক বলবেন, তাঁকে ডেকে আন। সে যখন উপস্থিত হবে, আল্লাহ পাক বলবেন, তাঁকে তুমি তোমার নেকী দিয়ে দিচ্ছ? কি ব্যাপার? আজ তো কেউ কাউকে কিছু দেয় না। তখন সে বলবে—হে আল্লাহ! আমাকে তো দোযখে যেতেই হবে। দোযখে যখন যেতেই হবে তখন একে একটি নেকী দিয়ে দিচ্ছি। তোমার এক বান্দার উপকার হবে। আল্লাহ পাক বলবেন, আচ্ছা! আজ তুমি উত্তম ব্যক্তির পরিচয় দিয়েছে। যাও, তুমিও এর সাথে জান্নাতে চলে যাও।


সূত্রঃ তাজা ঈমানের সত্য কাহিনী বই থেকে।


লেখকঃ মাওলানা তারিক জামীল।

Comments

Popular posts from this blog