হায়াত আর মউত সৃষ্টি তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম তা পরিক্ষা করার জন্য সূরা মুলক-২
اِ۟لَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَ الْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا١ؕ وَ هُوَ الْعَزِیْزُ الْغَفُوْرُۙ
শব্দার্থ: الَّذِي = যিনি, خَلَقَ = সৃষ্টি করেছেন , الْمَوْتَ = মৃত্যু, وَالْحَيَاةَ = এবং জীবন, لِيَبْلُوَكُمْ = তোমাদের পরীক্ষাকরারজন্য, أَيُّكُمْ = তোমাদের মধ্যেকে, أَحْسَنُ = সর্বোত্তম, عَمَلًا = আমলে, وَهُوَ = এবং তিনি ই, الْعَزِيزُ = পরাক্রমশালী, الْغَفُورُ = ক্ষমাশীল ,
অনুবাদ: কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীলও।
Comments
Post a Comment