সূরা ইখলাসে আল্লাহর যাতের পরিচয় এভাবে দেয়া হয়েছে
(112:1)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ
শব্দার্থ: قُلْ = বলো, هُوَ = তিনি , اللَّهُ = আল্লাহ, أَحَدٌ = এক-অদ্বিতীয়,
অনুবাদ: বলো, তিনি আল্লাহ, একক।
(112:2)
اَللّٰهُ الصَّمَدُۚ
শব্দার্থ: اللَّهُ = আল্লাহ, الصَّمَدُ = অমুখাপেক্ষী,
অনুবাদ: আল্লাহ কারোর ওপর নির্ভরশীল নন এবং সবাই তাঁর ওপর নির্ভরশীল।
(112:3)
لَمْ یَلِدْ١ۙ۬ وَ لَمْ یُوْلَدْۙ
শব্দার্থ: لَمْ = নি, يَلِدْ = তিনি (কাউকে) জন্মদেন, وَلَمْ = এবং নি, يُولَدْ = তাঁকেজন্মদেয়াহয়,
অনুবাদ: তাঁর কোন সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন।
(112:4)
وَ لَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ۠
শব্দার্থ: وَلَمْ = এবং না ই, يَكُنْ = (হয়) , لَهُ = তাঁর, كُفُوًا = সমতুল্যসমান, أَحَدٌ = কেউই,
অনুবাদ: এবং তাঁর সমতুল্য কেউ নেই।
Comments
Post a Comment