* সৃষ্টিকর্তা হলেন একজন। সৃষ্টিকর্তা একের অধিক হলে সৃষ্টি জগত পরিচালনায় বিরাট পার্থক্য থাকত,আল্লাহর সৃষ্টির এই নৈপুণ্যের মধ্যে কোনো স্পট নেই। সূরা মুলক-৩-৪ একদা এক দরবেশ বট গাছের নিছে শুয়ে আছেন। দরবেশ ভাবতে লাগলেন,বট গাছের তুলনায় ফলটি একেবারে ছোট
الَّذِیْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا١ؕ مَا تَرٰى فِیْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ١ؕ فَارْجِعِ الْبَصَرَ١ۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ
শব্দার্থ: الَّذِي = তিনি ই, خَلَقَ = সৃষ্টি করেছেন , سَبْعَ = সাত, سَمَاوَاتٍ = আকাশ, طِبَاقًا = স্তরেস্তরে, مَا = না, تَرَىٰ = দেখতেপাবে, فِي = মধ্যে, خَلْقِ = সৃষ্টি র, الرَّحْمَٰنِ = দয়াবানের, مِنْ = কোন, تَفَاوُتٍ = অসঙ্গতি, فَارْجِعِ = অতএব ফিরাও, الْبَصَرَ = দৃষ্টিশক্তি, هَلْ = কি, تَرَىٰ = দেখতেপাও, مِنْ = কোন, فُطُورٍ = ত্রুটি,
অনুবাদ: তিনিই স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরী করেছেন। তুমি রহমানের সৃষ্টকর্মে কোন প্রকার অসঙ্গতি দেখতে পাবে না। আবার চোখ ফিরিয়ে দেখ, কোন ত্রুটি দেখতে পাচ্ছ কি?
(67:4)
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَیْنِ یَنْقَلِبْ اِلَیْكَ الْبَصَرُ خَاسِئًا وَّ هُوَ حَسِیْرٌ
শব্দার্থ: ثُمَّ = আবার, ارْجِعِ = ফিরাও, الْبَصَرَ = দৃষ্টি, كَرَّتَيْنِ = বারবার, يَنْقَلِبْ = ফিরে আসবে , إِلَيْكَ = তোমারদিকে, الْبَصَرُ = দৃষ্টি, خَاسِئًا = ব্যর্থহয়ে, وَهُوَ = এবং তা ( হবে ) , حَسِيرٌ = ক্লান্তশ্রান্ত,
অনুবাদ: তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখ, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে।
(67:5)
وَ لَقَدْ زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ وَ جَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّیٰطِیْنِ وَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِیْرِ
শব্দার্থ: وَلَقَدْ = এবং নিশ্চয়, زَيَّنَّا = আমরা সাজিয়েছি, السَّمَاءَ = আকাশকে, الدُّنْيَا = নিকটবর্তী, بِمَصَابِيحَ = প্রদীপরাশিদিয়ে, وَجَعَلْنَاهَا = এবং তাআমরা বানিয়েছি, رُجُومًا = নিক্ষেপউপকরণ, لِلشَّيَاطِينِ = শয়তানদেরজন্য, وَأَعْتَدْنَا = এবং আমরা প্রস্তুতকরেরেখেছি, لَهُمْ = তাদের জন্যে , عَذَابَ = শাস্তি, السَّعِيرِ = প্রজ্জ্বলিতআগুনের,
অনুবাদ: আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপমালায় সজ্জিত করেছি। আর সেগুলোকে শয়তানদের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি। এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।
Comments
Post a Comment