অত্র আয়াতে আল্লাহ্ নিজেই তাঁর যাত ও সিফাতের পরিচয় এভাবে দিচ্ছেন। আনআম: ১০২


ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ

শব্দার্থ: ذَٰلِكُمُ = এই (হচ্ছেন) , اللَّهُ = আল্লাহ্‌, رَبُّكُمْ = তোমাদের রব, لَا = নেই, إِلَٰهَ = কোনোইলাহ, إِلَّا = ছাড়া, هُوَ = তিনি , خَالِقُ = তিনি স্রষ্টা, كُلِّ = সব, شَيْءٍ = কিছুরই, فَاعْبُدُوهُ = সুতরাং তোমরা ইবাদাতকরোতাঁরই, وَهُوَ = এবং তিনি ই, عَلَىٰ = উপর , كُلِّ = সব, شَيْءٍ = কিছুর, وَكِيلٌ = তত্ত্বাবধায়ক,


অনুবাদ: এ তো আল্লাহ‌ তোমাদের রব। তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। সবকিছুর তিনিই স্রষ্টা। কাজেই তোমরা তাঁরই বন্দেগী করো। তিনি সবকিছুর তত্বাবধায়ক।

Comments

Popular posts from this blog