নেক আমলকারীর দোয়া কবুলের ঘোষনা। সে জন্য আমরা দোয়ার জন্য নেক আমলকারী লোকদের কাছে তাই। 42 : আশ- শূরা:26
وَيَسْتَجِيبُ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ ۚ وَالْكٰفِرُونَ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ
শব্দার্থ: وَيَسْتَجِيبُ = এবং তিনি ডাকেসাড়াদেন, الَّذِينَ = (তাদের ) যারা, آمَنُوا = ঈমান আনে, وَعَمِلُوا = ওকাজকরে, الصَّالِحَاتِ = সৎ, وَيَزِيدُهُمْ = এবং বৃদ্ধি করেন তাদের কে, مِنْ = হতে, فَضْلِهِ = তাঁরঅনুগ্রহ, وَالْكَافِرُونَ = এবং কাফেরদের (অবস্থা হলো ) , لَهُمْ = তাদের জন্যে রয়েছে, عَذَابٌ = শাস্তি, شَدِيدٌ = কঠিন,
অনুবাদ: তিনি ঈমানদার ও নেক আমলকারীদের দোয়া কবুল করেন এবং নিজের দয়ায় তাদের আরো অধিক দেন। কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি।
Comments
Post a Comment